শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বৈষম্যহীন, শোষণ ও জুলুমমুক্ত শ্রম ব্যবস্থা গড়ার আহব্বান

রাফি চৌধুরী
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

রাফি চৌধুরী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যহীন, শোষণ ও জুলুমমুক্ত শ্রম ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।

শুক্রবার (৩০ আগস্ট) উপজেলা পৌরসদরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে এ আহবান জানান তারা। সকাল নয়টা শুরু হয়ে বৈঠকটি চলে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে কর্মীদের একাংশ নিয়ে ওই শিক্ষা বৈঠক সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের। সংগঠনের সীতাকুণ্ড পৌরসভা শাখার সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সভাপতি কাজী নজরুল ইসলাম।

সীতাকুণ্ড পৌরসভা সেক্রেটারী এম আই ফারহানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সাবেক সভাপতি আবুল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সেক্রেটারী আশ্রাফ হোসেন মাসুম, সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা সহ-সভাপতি আবু তাহের বলেন, সমাজ থেকে দুর্নীতি ও জুলুম দূর একটি ইসলামী সমাজ ব্যবস্থা গড়াই আমাদের লক্ষ্য। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে৷ তিনি আরও শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের মেহনতি শ্রমিকদের একমাত্র ভরসাস্থল, আশা ভরসার ঠিকানা। শ্রমিকদের সুখ-দুঃখের সারথী এই সংগঠন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দকে সবসময় সচেতন থাকতে হবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ব্যাপারে। দেশের যেকোন প্রান্তে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দিলে তা দূরীকরণে ফেডারেশনের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তা আবুল হোসেন বলেন, ইসলামী শ্রমই হতে পারে শোষণমুক্ত সমাজ গড়ার অন্যতম পাথেয়। এজন্য ইসলামী অর্থনীতি ও ইসলামী শ্রম ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই মিলবে শোষণ থেকে মুক্তি, জুলুম থেকে রেহাই। আমাদেরকে এ কাজের আঞ্জাম দিতে হবে প্রতি ক্ষণে ক্ষণে৷ আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।নহে সমাপ্ত কর্ম মোদের, ‘অবসরে কোথা বিশ্রামের’ ‘উজ্জল হয়ে ফোটেনি আজও , সুধিমল জ্যেতি তাওহীদের’।

সংগঠনের সীতাকুণ্ড পৌরসভার প্রধান উপদেষ্টা হাফেজ আলি আকবর কর্মী শিক্ষা বৈঠক সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।